মুগ্ধবাংলার দুইজন সদস্য যাদের ইউজার নেম "dhsajib" ও "dhsajib1" - ওদের ব্যান করা হল অনির্দিষ্ট কালের জন্য। সদস্য dhsajib তার নিজের ব্লগে অনুবাদকের অজান্তে "মর্ত্যসেনের অভিযান ১ রহস্যময় পান্ডুলিপি" প্রকাশ করেছেন। উনি শরদিন্দুর অনুবাদ করা বই নিজের গুগোল ড্রাইভ এ আপলোড করে শেয়ার করেছেন। শরদিন্দুর এতে সেরকম কোনো আপত্তি না থাকলেও বইটির জন্য ধার্য করা হয়েছিল ৫০ ক্রেডিট যা মুগ্ধবাংলার হিতের জন্য প্রয়োজন। এমতাবস্থায় অন্য সদস্যদের দিকে একটা সতর্কবানী দেওয়া প্রয়োজন ছিল, যে ক্রেডিটযুক্ত বই অন্য কোথাও শেয়ার করা এই সাইটের অস্তিত্ব বজায় রাখার বিরোধিত করার সমতুল্য। তাই ওকে আপাতত ব্যান করা হল।
dhsajib যদি তার ব্লগ থেকে এই পোস্ট না সরায়, বা, ওই ফাইলের ডাউনলোড লিঙ্ক পরিবর্তন করে এই সাইটের ডাউনলোড পেজের লিঙ্কে না করে, তবে তার ব্যান প্রত্যাহার করা হবে না। উনি যদি ওই ফাইলের ডাউনলোড লিঙ্ক পরিবর্তন করে এই সাইটের ডাউনলোড পেজের লিঙ্কে পরিবর্তন করেন, শুধু তবেই তার ব্যান প্রত্যাহার করা হবে, অবশ্য শাস্তি হিসাবে, তার সমস্ত ক্রেডিট বাতিল করা হবে।
সকল সদস্যদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন ক্রেডিটযুক্ত কোনো বই এখান থেকে অনুমতি ব্যতীত নিজের সাইটে শেয়ার না করেন। ক্রেডিটযুক্ত যে কোনো বই আপনি শেয়ার করতে পারেন, যদি তার ডাউনলোড লিঙ্ক হিসাবে এই সাইটের ডাউনলোড পেজের লিঙ্ক দেন তবেই।
খুব ভালো একটা কাজ করেছেন।এতে করে সাইট থেকে কোনো বই ডাওনলোড করে এখন কেউ বিনাঅনুমতিতে কিংবা নিজের নামে অন্য সাইটে প্রকাশ করার আগে অন্তত একবার হলেও চিন্তা করে দেখবে।
banglamax ভাইকে বলছি সাইটে কোনো মেম্বার রেজিস্টার করার সময় এফবি কিংবা ইমেইল একাউন্ট সংগ্রহ করে রাখবেন।এখন খুবই সহজে সবাই রেজিস্টার করতে পারছে,তাই নিজের সাইটে ব্লগে বিনা অনুমতিতে বই শেয়ার করার সাহস ও সুযোগ পাচ্ছে।আর এভাবে আপনি কত জনকেই বা ব্যান করবেন?
দুঃখিত এরকম আর হবেনা। আমি লিঙ্ক ঠিক করেছি। ডাউনলোড লিঙ্ক সরিয়ে সোর্স লিঙ্ক এড করেছি।